ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

'রমজানের শুরুতেই জমে উঠেছে ঈদ কেনাকাটা'

রমজানের শুরুতেই জমে উঠেছে ঈদ কেনাকাটা। যানজট ও শপিংমলগুলোর ভিড় এড়াতে অনেকেই আগেভাগে কেনাকাটা সেরে নেওয়ার চেষ্টা করছেন, আবার অনেকেই ঝুঁকছেন অনলাইন কেনাকাটায়।

নতুন পোশাক ছাড়া ঈদের আনন্দ যেমন পুরোটাই বেমানান। তাই ঈদের কাছাকাছি সময়ের যানজট ও শপিংমলগুলোর ভিড় এড়িয়ে রমজানের শুরুতেই পছন্দসই কেনাকাটা করে নিচ্ছেন অনেকে।

ক্রেতাদের একাংশ অনলাইন শপিংয়ের দিকে ঝুঁকছেন। তারা বলেন, যানজট ও মানুষের ভিড় এড়িয়ে অনলাইনে পণ্য কেনা অনেক সহজ।

এদিকে ঈদ সামনে রেখে ক্রেতাদের আকৃষ্ট করতে নতুন নতুন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছে রাজধানীর বিপণিবিতানগুলো। বিক্রেতারা আশা করছেন, এবারের ঈদে গত দুই বছরের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া যাবে।

বিক্রেতারা বলেন, ‘গত দুই বছর করোনার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে।’ এবার ক্ষতি পুষিয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেন তারা।

পিছিয়ে নেই অনলাইনগুলোও। যানজটের স্থবিরতা কাটিয়ে যারা নির্ঝঞ্ঝাট কেনাকাটা সারতে চান, তাদের জন্য রয়েছে বিভিন্ন ছাড়। সাড়াও মিলছে যথেষ্ট।

করোনা পরিস্থিতিতে গত দুই বছরে অফলাইন ব্যবসা নেমে এসেছিল প্রায় ২৫ শতাংশে, যেখানে এই শূন্যতা পূরণে ভূমিকা রেখেছে অনলাইন পেজ বা ই-কমার্স সাইটগুলো।

ads

Our Facebook Page